আজ ২১/০৯/২০২৩ তারিখ বীরগাঁও ইউনিয়নের কেদেরখোলা বালুমহালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কমিশনার ভূমি মাহমুদা জাহান । এসময় নির্ধারিত সীমানার বাহিরে থাকায় ৫ টি ড্রেজার ( ১.খাজা গরিবে নেওয়াজ লোড ড্রেজার
২. মেঘনার আলো ড্রেজিং প্রকল্প
৩. মায়ের দোয়া ড্রেজিং প্রকল্প
৪. শাহপরান-২
৫. তিন তারা ড্রেজিং প্রকল্প) জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ড্রেজারগুলো বন্ধ রাখা হবে মর্মে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেন এসিল্যান্ড। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়।