মোঃখলিলুর রহমান খলিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে বিদ্যাকুট ইউনিয়নের ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমি ও সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
উপজেলা নিবাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়রম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন প্রমুখ।