“কর্মী মরে পল্টনে, নেতা থাকে লন্ডনে” শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের মানববন্ধন অনুষ্ঠিত।
মোঃ খলিলুর রহমান
বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ। শুক্রবার (৪ আগস্ট) সকালে কাউতুলি জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৫ই আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমান এর মরণোত্তর বিচার, ‘৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ এই মানববন্ধন আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় মানববন্ধনে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সহ সভাপতি আশেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক রিটন রায়, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, শ্রমকল্যাণ সম্পাদক এডভোকেট আল রমজান, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আজম, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছার, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: দেলোয়ার হোসেন বাহার, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সোহাগ, পৌর যুবলীগে সাবেক আহবায়ক আমজাদ হোসেন রনি, যুগ্ম আহবায়ক আল আমিন সওদাগর, সাবেক ছাত্রনেতাজাহাঙ্গীর হোসেন, এম. নাঈমুর রহমান, পারভেজ চৌধুরী, সাইফুল ইসলাম যুবসহ জেলা, সদর ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা জিয়াউর রহমান এর মরণোত্তর বিচার, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান। পাশাপাশি তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘কর্মী মরে পল্টনে, নেতা থাকে লন্ডনে’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধন শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।