,,,,,,,,,,,,,,,,,,,,,,কবিতা,,,,,,,,,
,,,,,,,,,, আত্মপ্রতারক
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মোঃ খলিলুর রহমান খলিল
কে বলেছে তোমাকে ছাড়া কিছু চলে না
ভেবে দেখো সাতদিনের আড়াল হলে
তোমাকে কেউ মনে রাখে না।
যে বলে তাকে ছাড়ে ছাড়া চলে না
মনে রেখ এটা তোমার আত্মপ্রতারণা।
মরে গেলে তোমাকে কেউ দুনিয়াতে রাখেনা।
কতক্ষণে রাখবে অন্ধগরে সেই নিয়ে ব্যস্ততারা
চোখ বুঝে ভেবে দেখো সত্য কিনা।
কে বলেছে তুমাকে ছাড়া চলে না
আসলে নিজের সাথে করছো আত্মপ্রতারণা।
তোমার জানাজায় কথা বলার সময় ছেলে বলবে আর না
লাশ বেশিক্ষণ রাখা ঠিক না।
আমার আমার বলে চিৎকার আর করিওনা
তোমার নাম যখন লাশ চিরদিনের নামটাও তোমার না
দুনিয়ার মায়া জালে বন্দী হয়ে আত্মপ্রতারণা আর না
আমাকে তোমাকে ছাড়া চলে না মিথ্যা বাদে কিছু না।