শিরোনাম :
নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত। নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত। সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেতা নাছির সহ ছয় জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতা গ্রেফতার জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা বিভাগীয় যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেলেন মামুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলের বাতিঘর শিল্পপতি রিপন মুন্সী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৯ জন জাতীয় সংসদ সদস্য সহ ২৪০ জনের নামে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৯ জন জাতীয় সংসদ সদস্য সহ ২৪০ জনের নামে মামলা তানভীর ফরহাদ শামীমকে বিদায়ী সংবর্ধনা প্রদান
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ব্রীজ নির্মাণে বিলম্ব দুর্ভোগে দশ গ্রামের জনগন

প্রতিনিধির নাম / ৯৬৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

 মোঃখলিলুর রহমান প্রধান সম্পাদক দি জনতা নিউজ ঃনবীনগর পৌরসভার ১ নং ওয়ার্ডের আলমনগর গ্রামসহ  নবীনগর প্রশ্চিম ইউনিয়নের  লাপাং,নবীপুর,দড়িলাপাং,চর লাপাং ও পার্শ্ববর্তী রায়পুরার মির্জাচর,বাশগাড়ী,মহিনীপুর  গ্রামের মানুষের যাতায়াতের একটি মাত্র রাস্তা হল নবীপুর টু আলমনগর টু নবীনগর।  এই রাস্তার আলমনগর ভাটা নদীর উপর ব্রীজটি সংস্কার শুরু হলেও শেষ হবে কখন এই বিষয়ে অবগত নই কেউ। আলমনগর গ্রামের পৌরসভার ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ড যাতায়াতের   ব্রিজটি  জরাজীর্ণ হয়ে দুর্ঘটনায় তিনজন লোক বিভিন্ন সময়ে নিহত হয়।ফলে এই ব্রীজটি  মরণব্রীজ নামে পরিচিতি পায়। চার কোটি টাকা ব্যয়ে নতুন ব্রীজের বাজেট ও ওয়ার্কিং অর্ডার হলে  বিকল্প রাস্তা তৈরি না করে ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল প্রায় দেড় বছর আগে।ফলে সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই।যদিও এই ব্রিজের কাজ অবশেষে শুরু হয়েছিল কিন্তু কেন বা কি কারণে প্রায় দুই মাস যাবত এই ব্রিজের কাজ আপাতত বন্ধ আছে সেটা  জনগণের জানা নেই।এই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করে ব্রিজের কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিত অনুরোধ করছেন। প্রায় ৪ কোটি ৮ লক্ষ টাকার বাজেটের এই ব্রিজ যদিও নিম্রমানের সামগ্রী দিয়ে তৈরি করা শুরু করেছিল, তাও বেশ কয়েক মাস ধরে আবার বন্ধ আছে। এদিকে জনগণে আসা যাওয়ার জন্য যে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছিল সেটির এখন অবস্থা খারাপ। জনগণের তো দূর্ভোগের শেষ নেই, সাধারণ জনগণের বোবা কান্না কে শুনে? এলাকার জনগণ  নবীনগরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করপ এই ব্রিজের দিকে  সুনজর দেওয়ার জন্য অনুরোধ করেন।   এদিকে আলমনগরের   দক্ষিণপাড়ার রাস্তা দিয়ে যাতায়াত করা হয় প্রায় ৮-৯ টি গ্রামের মানুষ হাজার হাজার জনগণ। দক্ষিণপাড়ার রাস্তার  বেহাল দশা ও একমূখী সেতুর কারনে জনগণের ভোগান্তির শেষ নেই ।  মাসের পর মাস জনসাধারণ কষ্ট করছেন।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন আমি ও নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ জেলার মাসিক উন্নয়ন ফোরাম মিটিংএ এই ব্রীজটি দ্রুত করার জন্য জেলা  ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ