শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ ময়নাল হোসেন চৌধুরী ও মোঃ ইব্রাহিম খলিল সাংবাদি শাওনের পিতার মৃত্যুতে রূপসা উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ হাজারীখিল দেওয়ানজীপাড়ায় শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন যেন নিয়ম হয়ে গেছে পতিত সরকারের ঘনিষ্ঠজন হারুনের ফুড ল্যান্ড বেকারির। কোম্পানীগঞ্জে বসুরহাট দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ল্যান্স কর্পোরাল আবুল কালাম আর নেই। রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের তথ্য প্রকাশ করলেন জোনায়েদ সাকি

প্রতিনিধির নাম / ৭৭ বার
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

95

বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের তথ্য প্রকাশ করলেন জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় নিজের এবং স্ত্রীর আয়-সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকি পেশায় একজন প্রকাশক। প্রকাশনা খাত থেকে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তাঁর স্ত্রী পেশায় আলোকচিত্রী ও শিক্ষক। এই দুই পেশা থেকে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা।
আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।
সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকির নামে কোনো কৃষিজমি নেই। তবে তাঁর নামে ১১ একর অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন আর্থিক মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। তাঁর নিজ নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি নেই। এছাড়া ব্যাংকে তাঁর কোনো ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জোনায়েদ সাকির স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতক কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে। এসব সম্পদের মোট মূল্য উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা।
হলফনামায় আরও জানানো হয়, জোনায়েদ সাকি ও তাঁর স্ত্রীর নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই বলেও উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় দেওয়া এসব তথ্য সাধারণ মানুষের জানার জন্য উন্মুক্ত রাখা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ