উখিয়া বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে ২০হাজার ইয়াবা বোঝাই সিএনজি ফেলে পালাল চালক।
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা উখিয়া
গত ২৩নভেম্বর ২০২৫ইং রাত ৯টায় উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং চেকপোষ্টে দায়িত্বরত টহল দল একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশির জন্য সিএনজিটিকে থামতে বলে। তল্লাশী চালানোর আগেই চালক উক্ত সিএনজি ফেলে রেখে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। এতে চেকপোষ্টে থাকাকালীন বিজিবি সদস্যদের সন্দেহের উদ্রেক হলে সিএনজি এর সিটের তালা ভেঙ্গে বক্সের ভিতর হতে ২কাট অর্থাৎ ২০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন (পিএসসি) জানান,মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও সিএনজি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে