রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

জাতীয় সংসদে ১১৫টি নির্বাচনী প্রতীক, তালিকায় নেই শাপলা।আম, আনারস ও আপেলে নজর নেই এনসিপির

প্রতিনিধির নাম / ৯৪ বার
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Oplus_131072

24

জাতীয় সংসদে ১১৫টি নির্বাচনী প্রতীক, তালিকায় নেই শাপলা।আম, আনারস ও আপেলে নজর নেই এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া প্রতীক শাপলা নেই। অবশ্য ইসি আগেই জানিয়েছিল, শাপলা প্রতীক থাকছে না।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িক স্থগিত করার পর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে। অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল হয়েছে।

এদিকে এনসিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে ই–মেইলে আবেদন করে আবারও দলটির পক্ষ থেকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চেয়েছে।

সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি করা হলো। বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে। সামনে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে।

তালিকায় যেসব প্রতীক আছে, সেগুলো হলো আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিলঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

আরও আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়ালঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মোটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙল, শঙ্খ, সোনালি আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।
এনসপির জন্য আম, আনারস ও আপেলর মতো প্রতিক হতে পারে চমৎকার সিদ্ধান্ত। অথচ এনসপির শাপলা প্রতিক ব্যতিত অন্য প্রতিকের চিন্তাই করছে না।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ