সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

‎গ্যাস সংযোগ, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ —- অধ্যাপক নায়লা ‎

প্রতিনিধির নাম / ১৩০ বার
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

18

‎গ্যাস সংযোগ, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ —- অধ্যাপক নায়লা

‎মোঃখলিলুর রহমান খলিলঃ৬ আগস্ট ২০২৫ রোজ বুধবার ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করলেন

কেন্দ্রীয় মহিলা দলের কার্য নির্বাহী কমিটির সদস্য, নবীনগর উপজেলা মহিলা দলের আহবায়ক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর নায়লা ইসলাম। নায়লা ইসলামকে নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেন।শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে অধ্যাপক নায়লা ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নায়লা ইসলাম বলেন, অধ্যাপনার সাথে সাথে জাতীয় স্থানীয় বিএনপি’র রাজনীতিতে সক্রিয় আছি,একজন মহিলা হিসেবে বিএনপি’র কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ কালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি। ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে নবীনগরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করছি।
‎২০১৮ সালেও ব্রাহ্মণবাড়িয়া ৫ নির্বাচনী এলাকার সরাসরি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করি এবং জমা দেই।
‎আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছি। দল যদি আমাকে নমিনেশন দেয় আমি বিজয়ী হতে পারলে সর্বপ্রথম নবীনগরের মানুষ তাদের প্রাপ্য ও ন্যায্য অধিকার তিতাস গ্যাস থেকে বঞ্চিত, আমি কথা দিচ্ছি নবীনগরে সর্বপ্রথম গ্যাস সংযোগ করব ইনশাল্লাহ। গ্যাস সংযোগ, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি ‎মোহাম্মদ খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে, সাধারন সম্পাদক হুমায়ূন কবীরের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সদস্য সচীব জনাব মিনু বেগম,
ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভাস্কর্য ও চিত্রশিল্পী, প্রাইমারি প্রধান শিক্ষক, লেখক কামাল মাসরেকি,অত্র ক্লাবের উপদেষ্ট মন্ডলীর অন্যতম সদস্য ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আনোয়ারা আহমেদ নিলা,,নবীনগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী এখলাছ উদ্দিন পিন্টু,রকিব উদ্দিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক সুমন পাল, দপ্তর সম্পাদক মোমিন মিয়া, নূর আলম, আনোয়ার হোসেন , ক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার কামাল চৌধুরী, , মহিলা সম্পাদিকা নার্গিস আক্তার, জামির হোসেন, আদিব, আরিফুল ইসলাম, উপজেলা ছাত্র দল নেতা রিয়াদ প্রান্ত প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ