ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, ৩০ এপ্রিল ২০২৫: মাদকের বিস্তার রোধ এবং চুরি ঠেকাতে আজ ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত এই সভায় গ্রামের শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এলাকাবাসীর বক্তব্যে মাদকের ভয়াবহ চিত্র উঠে আসে। তারা জানান, মাদকের অত্যাচারে এলাকার যুব সমাজ দিশেহারা হয়ে পড়েছে।
সভায় বক্তারা নবীনগরের নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান একইসঙ্গে, চুরি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।
অনুষ্ঠানে এলাকাবাসী অভিযোগ করেন যে, নবীনগরের প্রশাসনের নাকের ডগায় মাদক ব্যবসায়ী খোকন মিয়া, সাত্তার, নাসির ও উজ্জলের নেতৃত্বে এলাকায় মাদকের কারবার চলছে। তারা অবিলম্বে এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
একইসাথে সোহেল, হৃদয়, শাহেদ আলী, আমির খান, উজ্জল ও রোহিজ ওরুফের লইগ্যার মতো চোরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও জানান এলাকাবাসী।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের এই উদ্বেগকে গুরুত্ব দেবেন এবং অতি দ্রুত মাদক ও চুরি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এই আলোচনা সভা এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি মঞ্চ তৈরি করে দিয়েছে।ভোলাচং বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিশুমিয়ার সভাপতিত্বে, নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীমউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজা ব্যবসায়ি হানু মিয়া, হানুমিয়া প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন আমি আর কোন দিন গাজা বিক্রি করবো না।
নূরুল ইসলাম বলেন আমরা চোরদের বিরুদ্ধে নবীনগর উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রধান করবো।নাছির চৌধুরী, শাহপরান, ,