বোদা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হফিকুল সাধারণ সম্পাদক মানিক
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য কমিটি আজ ঘোষণা করা হয়। সকলের সম্মতি ক্রমে সভাপতি ভাইস প্রিন্সিপাল মোঃ হকিকুল ইসলাম এবং দৈনিক করতোয়ার প্রতিনিধি লিয়াজ উদ্দিন মানিককে সাধারণ সম্পাদক করা হয়। এ সময় বোদা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ।সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক মোঃ মজহারুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ রাব্বি হাসান রাজ। সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেনে মোঃ নুর নবী। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর পর নতুন কমিটি নির্বাচিত হয়। সকল সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কাজে সবার প্রথমে বোদা উপজেলা প্রেসক্লাব। বোদা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন সাংবাদিকের কলম চলুক সত্যের সন্ধানে এবং দুর্বার গতিতে। দুর্নীতি এবং সন্ত্রাস ও মাদকমুক্ত বোদা উপজেলা তৈরি করতে হলে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে এবং সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। সর্বশেষে নবনির্বাচিত সভাপতি এবং সম্পাদক কে বোদা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যগণ ফুল দিয়ে বরণ করে নেন।