নবীনগরের কাইতলা-বিটঘর মহেশ রোডে ধূলাবালিতে অতিষ্ঠ জনজীবন।
আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন কাইতলা দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর ব্রিজ থেকে বিটঘর ইউনিয়নের পুকুরপাড় পর্যন্ত মহেশ রোডের ধূলাবালিতে অতিষ্ঠ জনজীবন।
বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় ও টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীরা কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র থাকায় ধূলাবালিতে আসতে খুব কষ্ট করতে হচ্ছে।এছাড়াও এই রোডে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় যেতে হাজার হাজার মানুষের চলাচল করতে হয়।
এহেন পরিস্থিতিতে রাস্তার মেরামতের কাজ খুব ধীর গতিতে চলছে বিধায় অনাবৃষ্টিতে রাস্তায় প্রচুর পরিমান ধূলাবালি উঠছে যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ।তাই জনস্বার্থে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।