শিরোনাম :
১৭ বছরপর সব থেকে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া। একুশেপদকপ্রাপ্ত আলী জাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী গ্রীষ্মকালীন ছুটি কাজে আসে না কৃষক পরিবারের শিক্ষার্থীদের কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট থানায় অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে নবীনগরে রাতে আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে কন্টাকটারের ক্ষমতা দেখিয়ে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

নবীনগরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ২৭ বার
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

🔴নবীনগরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
আলাউদ্দিন আকাশ, নবীনগর, ব্রাক্ষণবাড়িয়া, প্রতিনিধি-

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউপির ভিটিবিষাড়া গ্রামে সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শুক্রবার (১১এপ্রিল-২৫ইং) বাদ জুম্মা ভিটিবিশাড়া গ্রামের ১০টি মসজিদ থেকে নামাজ শেষ শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ভিটিবিশাড়া বাংলা বাজারে খেলার মাঠে অবস্থান করে। ভিটিবিশাড়া সহ আশপাশের ১০/১২টি মসজিদ ও মহল্লা থেকে সবাই একসাথে সমবেত হবার একটি বিশাল মিছিল ভিটিবিশাড়া উত্তর পাড়া বড় ব্রীজ থেকে শুরু করে প্রতিবাদ মিছিল টি ভিটিবিশাড়া নতুন বাজার গিয়ে আবারও পূর্ণ রায় গ্রামের ভিতর দিয়ে ভিটিবিশাড়া সরকারি জুনিয়র হাইস্কুল মাঠ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা ইতিহাসে নজিরবিহীন। নারী-শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ।” তারা অবিলম্বে এই বর্বরতা বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।

জনাব শরীফ উল্লাহ৷ শ্যামলের Sharif Ullah Shamol
সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভিটিবিষাড়া গ্রামের ০৯টি মসজিদের ইমাম ও খতিব গান সহ আরো বহু ওলা মায়ে কেরাম গন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ।
সমাবেশে বক্তারা তাদের ০৪ দফা দাবি তুলে ধরেন, ১.অনতিবিলম্বে মার্কিন মদদে গাজার চলমান গনহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। এবং যুক্তরাষ্ট্রের হাইকমিশনারকে জবাব দিহির আওতায় আনতে হবে।
২. রাষ্ট্রীয় ভাবে বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
৩.দেশের সামর্থ অনুযায়ী মিয়ানমারের মতো গাজাবাসীর নিকট পর্যাপ্ত ত্রান সামগ্রী পাঠাতে হবে।
৪. ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা ইজরাঈল ও আমেরিকান সকল পন্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। সমাবেশ শেষে নিহত ফিলিস্তিনিদের জ্য দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ