ইসলামবাগ মাদ্রাসায় হাফিজি বাচ্চাদের নিয়ে
ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইসলামবাগ গ্রাম ২ নং ওয়ার্ডে অবস্থিত স্বনামধন্য খ্যাতিসম্পন্ন এই মাদ্রাসাটি অবস্থিত। আজ থেকে অনেক দিন আগে ফুরফুরা হুজুর পীর সাহেব মহোদয়ের হাত ধরে এই মাদ্রাসাটির প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসাটির পরিবেশ অনেক চমৎকার, এখানে প্রতি বছর অনেক হাফেজ তৈরি হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে প্রতিদিন ইফতার পার্টির আয়োজন করে। মাদ্রাসাটির পরিবেশ অনেক চমৎকার। উক্ত মাদ্রাসাটির হাফেজ ইমরান হুজুর গণমাধ্যম কর্মীদের জানান সরকারিভাবে সুযোগ-সুবিধা পেলে মাদ্রাসাটির অনেক উন্নয়ন হবে। মাদ্রাসাটির আবাসিক ভবনগুলো বেহাল অবস্থা সরকারিভাবে মাদ্রাসাটি আবাসিক ভবন করে দেওয়া হলে বাচ্চারা অনেক শান্তিতে থাকতে পারবে। বর্ষা মৌসুমে বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করে থাকতে হয় কারণ যেখানে সেখানে টিন ফুটা হয়ে পানি পড়ে। আজকে এই ইফতার পার্টিতে অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন, হাফেজ ইমরান হুজুর ইফতারির ফজিলত সম্পর্কে বর্ণনা করেন। তিনি আরো বলেন ইপতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা সকলে এই মাসে বেশি বেশি করে এবাদত করব, অন্যান্য আলেম ওলামাগণ তারাবি নামাজ রোজা নফল এবাদতের ফজিলত বর্ণনা করেন। হাফেজ ইমরান হুজুরের দোয়ার মাধ্যমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানটি শেষ হয়।