সিরাজপুরে ওলামাদের সম্মানে জামায়াতে ইসলামী ওলামা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ওলামাদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিরাজপুর জামেয়া ইসলামিয়া এমদাদিয়া মাদ্রাসার হলরুমে মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সাহেদের সঞ্চালনায় এবং উলামা বিভাগ সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে উলামা-মাশায়েখ ও ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে দারসূল কোরআন পেশ করেন, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হাফেজ মাহবুবুর রহমান ওসমানী এবং উপজেলা ওলামা সভাপতি ও বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, সেক্রেটারি ইকবাল হোসেন, যুব সভাপতি গোফরান উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সিরাজপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা ছফি উল্যাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিস, কোম্পানীগঞ্জের সহ-সেক্রেটারি মাওলানা ইউসুপ ওবায়দি।