ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের অর্থায়নে সৈয়দ পাড়ার মসজিদ ও মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন
আবদুল হাদি বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলার মরহুম সৈয়দ ইব্রাহিম মৌলভীর সন্তান ও মরহুম সৈয়দ আবু আব্বাস সাহেবের ভাতিজা ডুবাই প্রবাসী ব্যবসায়ী ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ এর অর্থায়নে এক যগ যাবৎ কাইতলা সৈয়দ পাড়ার মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফেজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও সৈয়দ পাড়ার মসজিদে নূর এর উন্নয়ন মুলক কাজ চলমান।তিনি মাদ্রসার বিল্ডিং এর কাজ গত কয়েক বছর আগে শেষ করেন বর্তমানে উক্ত মাদ্রাসার চার দিকের বাউন্ডারি কাজ চালিয়ে যাচ্ছেন।তিনি সৈয়দ পাড়ার মসজিদে নুরের ভেতর ও বাহিরের রং সহ সংস্কার এর কাজ সদ্য সমাপ্ত করেন।আগামী কাল থেকে মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলবে।ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ বলেন, আমি শুধু আমার পাড়া নয় আমার গ্রাম থেকে শুরু করে নবীনগর উপজেলা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও গরীব অসহায় মানুষের পাশে থাকব ও সেবা করে যাব ইনশাল্লাহ।