🔴নবীনগরের পাগল নাছির চিশতী’র ৪৭তম বার্ষিক ভক্ত-মহাস্মেলন-২৪ইং অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিষাড়া গ্রামের,, “শাহানশাহ শাহ্ রাহাত আলী রঃ এর অপূর্ব সৃষ্টি’ আধ্যাত্বিক সাধক, হজরত পাগল নাছির চিশতী’র ৪৭তম বার্ষিক ভক্ত-মহাসম্মেলন নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পূর্ন হয়েছে। বার্ষিক ভক্ত মহাসম্মেলন উপলক্ষে
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাগল নাছির চিশতি রঃ এর শতশত ভক্ত-আশেকানদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ও উৎসুক দর্শকশ্রোতাদের ঢল নামে এবং মিলনমেলায় পরিনত দরবার প্রাঙ্গন।
ভিটিবিশাড়া পাগল নাছির চিশতী’র মাজার শরীফ প্রাঙ্গনে উক্ত বার্ষিক ভক্ত মহাস্মেলনে- গতকাল-২৫শে ডিসেম্বর, রোজ- বুধবার সকাল-১০টায় মাজার শরীফ গোসল ও বাদ জোহর মিলাদও দোয়া মাহফিল শেষে ম
তোবারক বিতরণ করা হয়। রাত-১০টায় লালন জলসার আসরে লালনগীতি পরিবেশন করেন- কুষ্টিয়া আরশি নগর লালন একাডেমির লালন শিল্পী- সমীর বাউল, মিতু সরকার, ফেরদৌসী বাউল, রবিন বাউলের সাইজির কালামের সুরও ছন্দে, নৃত্যের তালে তালে সাড়ারাত্রি ব্যাপী দর্শকশ্রোতা ও ভক্ত-আশেকানদের মাতিয়ে রাখে লালন শিল্পী বৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রতনপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড শাখার সভাপতি, জনাব বোরহান সরকারের সভাপতিত্বে ও পাগল নাছির চিশতি রঃ মাজার শরীফের খাদেম- জনাব শহীদ মিয়া ও সাইফুল চিশতী ও দরবারের সাজ্জাদাসীন- রাফি আনান চিশতি ও পরিবার বর্গ এবং সর্ব পুরী ভক্তও আশেকানদের সার্বিক আয়োজনে ও আমন্ত্রণে, ওরশ কমিটির সেক্রেটারি কাবিল সরকারের তত্ত্বাবধানে, ভার্চুয়ালী যুক্ত হয়ে সাড়া রাত্রী ব্যাপী লালন জলসা উপভোগ করে লালন শিল্পীদের প্রতি গানে গানে টাকা দিয়ে উৎসাহিত করেন, ভিটিবিষাড়া জায়েদ আলী যাদব বেপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান, কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়িও সমাজসেবক জনাব ওবায়দুল্লাহ অবিদ। নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের, প্রচার সম্পাদক,
মো. আলাউদ্দিন আকাশের সঞ্চালনায় লালন জলসা উপভোগ করতে শতশত দর্শকশ্রোতার সমাগম গঠে।
#আলাউদ্দিন_আকাশের_তথ্য_ও_চিত্রে
BrahmanbariaTv & NabinagarNews
মোবাইলঃ- ০১৭৯৪-০০১১৪৫