ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার
মোঃখলিলুর রহমান খলিলঃ২৪/১১/২৪ রাত ২ঃ৩০মিনিটে কৃষ্ণনগর ইউপিস্থ সীতারামপুর ব্রীজের উপরে ডাকাতির প্রস্তুতি কালে ২ টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জন ডাকাত গ্রেফতার করেছেন নবীনগর থানা পুলিশ।
২৪/১১/২৪খ্রি. তারিখ রাত্র ০১:৩৫ ঘটিকার সময় এসআই আক্কাস আলী, এসআই মোঃ মাহমুদ হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান ডিউটি করাকালে ডাকাতদের ধরতে সক্ষম হন।
চারজন ডাকাতের মধ্যে আলী জাহাঙ্গীর (২৮)পিতা- মৃত সুধন মিয়া, মোঃ আব্দুল হাদি (৩৫)পিতা- মোঃ হারুন অর রশিদ, মেরাজুল ইসলাম (২৫)পিতা-মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম (৩০) পিতা-হাজী আব্দুল বারী, সকলের বাড়ী পার্শবর্তী রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মহিনীপুর বলে জানা যায়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইন/ডাকাতির প্রস্তুতি ০২ টি মামলা প্রক্রীয়াধীন বলে জানিয়েছেন নবীনগর থানা।