নবীনগর সদর পৌর মার্কেটে ভয়াবহ আগুন!
মোঃখলিলুর রহমান খলিলঃ ২২/১১/২৪ রোজ শুক্রবার বিকাল চারটায় নবীনগর এসিল্যান্ড অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে হঠাৎ আগুন লাগতে দেখে পথচারীরা।শুক্রবার হওয়ায় মার্কেট বন্ধ ছিল। আগুন প্রাথমিক ভাবে স্থানীয়রা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন।নবীনগর ফায়ার সার্ভিসকে মোবাইলে অবগত করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে এসে দীর্ঘ চল্লিশ মিনিটের চেষ্টায় বিকাল চারটায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।আগুনে নয়টি দোকানের মালামাল পুড়ে হয়ে যায়। নয়টি দোকানের মধ্যে একটি দোকান হলো বাবলু মিয়ার ঔষধের ,কবির মিয়ার এজেন্ট, নাছির উল্লাহ, খোরশেদ মিয়া ও হাসেম মিয়ার সর্বমোট পাঁচটি গোডাউন,খায়ের মিয়ার ১ টি লেপতোশক,শাহনেওয়াজ এর ট্রাবলস এজেন্সির অফিস।
বাজার কমিটির আহবায়ক রানু মিয়া বলেন নয়টি দোকানে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জনবল নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান, নবীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।
আগুন লাগার কারন তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে বলেছেন ফায়ার সার্ভিসের সহকারী অফিসার মোঃ শহীদুল্লা।