ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবজি ও মাংসের বাজারে মূল্য নিয়ন্ত্রণ রাখতে এসিল্যান্ডের অভিযান
মোঃখলিলুর রহমান খলিলঃসবজির বাজার ও মাংস ব্যবসায়ীদের কারসাজিতে ভোক্তারা বিপাকে।ভোক্তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তিনি উপজেলার সদরে মাংসের দোকান ও সবজির দোকানগুলোতে স্বশরীরে হাজির হয়ে দামের কারসাজি অবলোকন করেন।
এ সময় তিনি দামের তারতম্য দেখায় তিনটি মাংসের দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা ও দুটি সবজির দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে সকল সবজি বিক্রেতা ও মাংস বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করে দেন।
অদূর ভবিষ্যতে যদি কেউ হরখামেশায় মূল্য বৃদ্ধি করেন তবে কোন ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দেন। এছাড়াও তিনি নবীনগর সদর এলাকায় রাস্তাঘাটে ভাসমান দোকান সড়িয়ে দেন যেন যানজট সৃষ্টি হতে না পারে। পুনরায় নির্দেশ অমান্য করে দোকান বসালে কোন ছাড় দেবেন না পরিস্কার জানিয়ে দেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা বলেন, ভবিষ্যতে এই ধরনের অভিযান নবীনগর উপজেলার সকল বাজারে চলবে।