বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

মানবাধিকার কর্মী খোরশেদ আলমের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনে দাবী করলেন খোরশেদ আলম

প্রতিনিধির নাম / ৫৮ বার
আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
oplus_2

মানবাধিকার কর্মী খোরশেদ আলমের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনে দাবী করলেন খোরশেদ আলম

মোঃ খলিলুর রহমান খলিল নবীনগর উপজেলা প্রতিনিধিঃ

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নবীনগর শাখার সভাপতি এবং নবীনগর উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোঃ খোরশেদ আলম এর বিরুদ্ধে অর্থ,জমি আত্মসাতের অভিযোগ তুলে গত ৩১শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সংবাদ সম্মেল‌ন‌ করে তার আপন ছোট ভাই মোরশেদ আলম। সঙ্গে ছিলেন মা ও আরেক পেট ভাই আলাউদ্দিন জমদ্দার।
ঐ সংবাদ সম্মেলনের প্রতিবাদে নিজকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সাংবাদিকদের মুখোমুখি হলেন মানবাধিকার কমিটির সভাপতি খোরশেদ আলম। ২ই আগষ্ট নবীনগর ডাকবাংলোয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। কান্না জড়িত কন্ঠে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এ সময় তার সঙ্গে ছিলেন খোরশেদ আলমের স্ত্রী জুনিয়া আলম (৪৫) মেয়ে আফরোজা ইয়াসমিন (২৬) এবং ছোট ভাই সালমান জমদ্দার (৪৫)। মানবাধিকার কর্মী খোরশেদ আলম বলেন, আমার ছোট ভাই মোরশেদ আলম আমার বিরুদ্ধে যত অভিযোগ উপস্থাপন করেন, তার স্বপক্ষে কোন দালিলিক তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। এছাড়া আমার গর্ভধারিনী মাকে জিম্মি করে তার কাছ থেকে মিথ্যা ও বানোয়াট স্বীকারোক্তি আদায় করে সাংবাদিকদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিয়ে আমার মানহানি করেছে।আমি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি লিখিত বক্তব্যে বলেন আমার মায়ের বড় সন্তান হিসেবে আমার ভাইদের কে নিজে কষ্ট করে প্রতিষ্ঠিত করেছি যার স্বাক্ষী আমার ছোট ভাই সালমান জমাদ্দার।

এ বিষয়ে জানতে খোরশেদ আলমের ছোট ভাই মোর্শেদ আলমকে বার বার কল দিয়েও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ