একে আজাদ ঠাকুরগাও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ সোমবার (১ জুলাই) সকালে উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে চেক বিতরণের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী.সিনিয়র সাংবাদিক একে আজাদ প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৪৬ হাজার টাকা, এতিমখানা ৮৬৬ জন কেপিটেশন গ্রান্ড ভক্ত নির্বাসীর ২ হাজার টাকা হারে ৬ মাসের ১ কোটি ৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।