জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর অভিযানে চুরি মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন ব্যান্ডের ০৮টি চোরাই মোবাইল সেট উদ্ধারসহ গ্রেফতার-০১।
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর অভিযানে চুরি মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন ব্যান্ডের ০৮টি চোরাই মোবাইল সেট উদ্ধারসহ গ্রেফতার-০১।
অদ্যইং ১৬/০২/২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৭.১৫ হইতে ইং ১৭/০২/২০২৪ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার মর্ধবর্তী সময়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন চর হোসাইনপুর আলী হোসেন ফাউন্ডেশন মার্কেটে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমের মেইন গেইটের ০৫টি তালা ভাঙ্গিয়া টেলিভিশন ১২ টি মোবাইল ১৩ টি, ওভেন ০৩ টি, গ্যাসস্টোভ ১ টি, আয়রন ৪ টি, আই.পি.এস ২টি, রাইসকুকার ৩ টি, সাউন্ডবক্স ১টি, রুমহিটার ১ টি মূল্য ১,৯৫০/-টাকা, কেটলি ১ টি, ব্লেন্ডার ১ টি, গ্রাইন্ডার ৪ টি, সর্বমোট ৫৩ টি অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়। এই সংক্রান্তে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১৭/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় তদন্তের জন্য ডিবিতে ন্যাস্ত করিলে মোঃ ফারুক হোসেন, অফিসার-ইনচার্জ