সৈয়দ রকিবুল হক ইকবাল লাখ টাকার গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
/ ৫২০
বার
আপডেট :
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
মোঃ শাহ আলম খান ঃকাইতলা পূর্বপাড়া সৈয়দ নজরুল ইসলাম বিপ্লব ফুটবল খেলার মাঠে১৩/০৪/ শনিবার সৈয়দ রকিবুল হক ইকবাল লাখ টাকার গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা বিদ্যাকুট বনাম রাইতলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া মাস্টার সভাপতি কাইতলা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ। উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক কাইতলা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, সৈয়দ আজাদ সভাপতি যুবলীগ কাইতলা দক্ষিণ ইউনিয়ন, মোঃসফিকুল ইসলাম মেম্বার সাধারণ সম্পাদক যুবলীগ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাইতলা গ্রামের কৃতি সন্তান শিক্ষা মন্ত্রণালয় উপসচিব জনাব জাকারিয়া আহমেদ। আরো উপস্থিত ছিলেন জনাব সাইদুল ইসলাম ছোটন শ্রম মন্ত্রণালয় এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের খেলার ফলাফল বিদ্যাকুট ১ রাইতলা শূন্য। আয়োজনে কাইতলা দক্ষিণ ইউনিয়ন যুব সমাজ।