বাঞ্ছারামপুরে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী অনুষ্টিত।
===================================মোঃ আলাউদ্দিন আকাশ স্টাফ রিপোর্টার জনতা নিউজ ঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ও ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম রাশেদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক- মো. ফারুক মিয়ার সার্বিক আমন্ত্রণে এবং সহকারী শিক্ষক- মো. জুয়েল রানার.. সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা- মুহাম্মদ আবুল মনসুর-। বিশেষ অতিথি- বাঞ্ছারামপুর উপজেলার এসিল্যান্ড- আতিকুর রহমান বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী- মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ও ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য ও ফরদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- জাহাঙ্গীর আলম খান ও বিশিষ্ট সমাজসেবক ও জাপান প্রবাসী শিপু আহমেদ ও গর্ভনিং বডির সদস্য- আলী আহাম্মেদ ও শিপন আহাম্মেদ ও হেলাল আহমেদ ও রুপ মিয়া মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার নূরনবী মানিক প্রমুখ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি ও শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক। এই ক্রীড়া প্রতিযোগিতায় ২০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং ‘বালিশ খেলায়’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে কোমলমতি শিক্ষার্থীদের নৃত্য ও ছন্দ এবং জারিসারি ভাটিয়ালি গানের মোর্ছনায় দর্শকশ্রোতা মাতিয়ে তুলে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ । এ সময় গর্ভনিং বডির সভাপতি ও প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।