শিরোনাম :
রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত। নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ বর্ধিতসভা অনুষ্ঠিত। সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেতা নাছির সহ ছয় জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতা গ্রেফতার জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা বিভাগীয় যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেলেন মামুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলের বাতিঘর শিল্পপতি রিপন মুন্সী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৯ জন জাতীয় সংসদ সদস্য সহ ২৪০ জনের নামে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৯ জন জাতীয় সংসদ সদস্য সহ ২৪০ জনের নামে মামলা
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

সৌদিআরবের সড়ক দুর্ঘটনা নিহত নবীনগরের মো. সবুজ স্বরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

——————————————————————মোঃ আলাউদ্দিন আকাশ বিশেষ প্রতিনিধি ঃ—-
ব্রাক্ষনবাড়িয়ার নবীনগর উপজেলার বাজেবিশাড়া গ্রামের তরুণ সমাজসেবক ও বাজেবিশাড়া ঘাসফড়িঙ সমাজকল্যাণ সংঘের কার্যনির্বাহী সদস্য মো. সবুজ মিয়া গত ২৯শে ডিসেম্বর-২০২৩ইং সৌদি আরবের কম্পুদা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হন। বাজেবিশাড়া গ্রামের মো. বজলুর মিয়ার তৃতীয় ছেলে মো. সবুজ (২৮) জিবীকার তাগিদে গত ৬/৭মাস পূর্বে সৌদিআরব গিয়েছিলো কর্মস্থল থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘঠনায় প্রাণ যায়, এদিকে অকালপ্রয়াত সবুুজের শোকে বাকরুদ্ধ সবুজের পরিবারসহ গ্রামের মানুষ, আগামী-বৃহস্পতিবার সবুজের মরদেহ দেশে আসার কথা রয়েছে। মাত্র অল্পবয়সে আপনজনদের শোকের সাগরে ভাসিয়ে চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলো নিঃস্বার্থ এই সমাজকর্মী। অকালপ্রয়াত মো. সবুজের আকস্মিক মৃত্যুতে বাজেবিশাড়া ঘাসফড়িঙ সমাজকল্যাণ সংঘের সকল সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।। সতীর্থকে হারিয়ে সংগঠনের শোকাহত- মর্মাহত সংগঠনের সকল সদস্যবৃন্দ।

মর্মান্তিক সড়ক দূর্ঘঠনায় সদূর সৌদিআরবের মাঠিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা মো. সবুজের স্বরনে আজ ২৯শে জানুয়ারি-২৪ইং রোজ-সোমবার বাদ আছর বাজেবিশাড়া ঘাসফড়িঙ সমাজকল্যাণ সংঘের উদ্যােগে উক্ত সংগঠনের কার্যালয়ে শোকসভা ও মিলাদ এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি- মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সাধারণসম্পাদক- শাহ আলম ও উপদেষ্টা পরিষদের সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে, আবেগধর্মী ও অশ্রুসিক্ত নয়নে অকালপ্রয়াত মো. সবুজের স্মৃতিচারন ও জীবন ও কর্মের উপর আলোকপাত করে বিদেহী আত্মার মাঘফেরাত কামনা করেন- রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জিএস রুহুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা হালিম ডাক্তার ও
০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি শ্রী বাবু ভজন কর প্রমুখ। এসময় দুবাচাইল বাজেবিশাড়া গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সবুজের পরিবারের লোকজন উপস্হিত ছিলেন- শোকসভায় বক্তরা বলেন-সবুজের অকাল মৃর্ত্যেতে আমরা শোকাহত ও তার শোকসংভ্রান্ত
পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানান। শোকসভা ও মিলাদ এবং দোয়া মাহফিল শেষে তবারোক বিতরণ করা হয়।।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ