মোঃখলিলুর রহমান খলিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের (বেতারাবাড়ির) মো: এন্তাজ মিয়ার ছেলে আরাফাত হাসান (১৬) নামে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে আহত করে মুখ গামছা দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে তার ব্যাটারী চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘন্টা দুয়েক খুঁজাখুঁজির পর তার সন্ধান মিললে আঘাতপ্রাপ্ত আরাফাতকে কাছের অলিউর রহমান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার (৩০/১১/২০২৩) রাত আনুমানিক ১১ টায় রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পরে সলিমগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠায়।
স্থানীয়রা জানায়, মাদকসেবী ও ছিচকে চোরেরা নেশার টাকা জোগাতে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। এই বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।