সন্ধান চাই,,,,,সন্ধান চাই,,,,,সন্ধান চাই
প্রতারকের নামঃ ১/সাগর মিয়া পিতা মৃত তোতা মিয়া
২/ আমেনা বেগম স্বামী সাগর মিয়া
৩/ পারভীন আক্তার স্বামী জসিম মিয়া
সর্ব সাং গ্রাম আলমনগর দঃ পাড়া ১ নং ওয়ার্ড, নবীনগর পৌরসভা,থানা নবীনগর , জেলা ব্রাহ্মণবাড়িয়া।
নিজ গ্রাম থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে প্রতারণা করে পালিয়ে যায়।সাগর মিয়ার দুই ছেলে মিঠু দোবাই ও জাহাঙ্গীর ফ্রান্স প্রবাসী ব্যবসা করে বলে তিনি ব্যবসার কথা বলে শাহিনমিয়া ও হানিফ মিয়ার নিকট হতে ১৫ লক্ষ টাকা নেয়। এভাবে গ্রাম থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে পলাতক আছে।ব্যবসায়ী আবু হানিফ ও শাহিন মিয়া এই প্রতারকদের নামে নবীনগর থানায় বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন।এই প্রতারকদের সন্ধান দিতে পারলে পুরষ্কৃত করা হবে।
প্রয়োজনে যোগাযোগ ঃ
হানিফ মিয়া :01775627293
শাহীন মিয়া :01949956495