বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৭৩০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

  • ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
    মোঃ খলিলুর রহমান খলিল
    আজ ৩১/০৮/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিমের উপস্থাপনায় সভায় সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যাবতীয় ডেঙ্গু প্রতিরোধের কাজ বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ নিয়ে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক।
    ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কে ইতিহাস ও সামাজিক বিঃ বিষয়ের শিক্ষক ও অষ্টম শ্রেণির বিঃ বিষয়ের শিক্ষক শিক্ষার্থীদের দশ জন করে ভাগ করে দল গঠনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে যাবতীয় কাজ করতে হবে। শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করতে হবে।
    সভার সভাপতি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা বলেন ” ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে সহকারী শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।
    রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করতে হবে,শিক্ষার্থীদের মাধ্যমে ডেঙ্গুর বিষয়ে সচেতনতা মূলক পোস্টার তৈরি করাতে হবে। এই কার্যক্রম চলবে ৩১ আগষ্ট থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত
    এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া, খালেদ হোসেন, মনোরমা দেবী ও মোঃ খলিলুর রহমান খলিল প্রমুখ।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ