বাংলাদেশের ক্যান্সার আক্রান্তের মহিলাদের শতকারা ৩০ ভাগ মহিলা হচ্ছে জরায়ু মুখ ক্যান্সারের শিকার। এ জন্য ক্যান্সার প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতনতা করার লক্ষে ৩০ বছর বা এর অধিক বয়সী মহিলাদের ভায়া পদ্ধতিতে জরায়ু-মুখ ক্যান্সার নির্ণয়ে বৃহস্পতিবার নবীনগর উপজেলার সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স আনোয়ারা বেগম জানান, বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৮ জন নারী জরায়ু-মুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারে মারা যায়। জরায়ু পরিক্ষা, ও -এ সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা জরায়ু-মুখ ক্যান্সারের আক্রান্তের হার কমিয়ে দেয়। নিয়মিত জরায়ু পরিক্ষা করলে খু্ব প্রাথমিক পর্যায়েই ক্যান্সারের প্রাথমিক লক্ষ্মণ ধরা পড়ে। এ জন্যই আজকের এ ভায়া ক্যাম্প।
সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এম. নাঈমুর রহমান জানান, ক্যাম্পেইনের আওতায় দুই ২১৭ জন মহিলাদের ভায়া টেষ্ট করা হয়। সু-শৃংখল পরিবেশ ও নিয়ম মেনে ভায়া টেষ্ট করায় তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং যে কোন স্বাস্থ্যসেবা ও পরামর্শের জন্য সাতঘর হাটি কমিউনিটি আসার অনুরোধ জানান