শিরোনাম :
নীলফামারী জেলায় চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা কেন্দ্রীয় বিএনপি নেতা শিশির কে দেখতে হাসপাতালে বিএনপি নেতা আলহাজ্ব আলী আজ্জম জালাল। আলো ছড়াচ্ছে রিশাদ আলো ছড়াচ্ছে রিশাদ নবীনগরে রিপোর্টার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সাংবাদিক রহুল আমিন চিশতী নাশকতা মামলায় গ্রেপ্তার গ্যাস সংযোগ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে চাই – রাজিব ভূঁইয়া কোম্পানীগঞ্জে ক্রসড্যাম নির্মাণ, স্লুইসগেট খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন ১০ দফা দাবিতে কৃষক ঐক্যে পরিষদের লং মার্চ রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নবীনগর শ্রীঘরে জামায়াতের জনসংযোগ অনুষ্ঠিত।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

নবীনগরে বউ-শশুড়ের আদালতে পাল্টাপাল্টি মামলা।

প্রতিনিধির নাম / ১১৪৪ বার
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩


 

,নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের চূওড়িয়া গ্রামে এডভোকেট পরিচয় দেয়া রাসেলের ইন্ধনে আব্দুল হেকিম ও তার প্রবাসে থাকা ছেলে মতিনের বউ সেলিনা আক্তার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনে পরকিয়া প্রেমিক রাসেলকে সাথে নিয়ে শশুড়কে মারধর ও বাড়িতে থাকার জন্য শশুড় কতৃক ৫ লাখ টাকা চাঁদা দাবির পৃথক দুইটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়,গত ২২ জুন সেলিনা আক্তার তার পরকীয়া প্রেমিক এডভোকেট পরিচয় দেয়া রাসেল কে সাথে নিয়ে শশুড়কে মারধর করে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নেয়।এতে ২ জুলাই একই গ্রামের খলিল মিয়ার ছেলে রাসেল মিয়া কে প্রধান আসামি করে ছেলের বউ সেলিনা আক্তার ও তার পিতা জিনদপুর গ্রামের ধন মিয়ার বিরুদ্ধে শশুড় হেকিম মিয়া বাদী হয়ে ৩২৩/৩৮৬/৩৫৪/৩৫৫ ধারায় ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করে। অপরদিকে ছেলের বউ সেলিনা আক্তার তার স্বামী প্রবাসে থাকায় ৬ জুলাই বাড়িতে বিল্ডিং এর কাজ করতে গেলে প্রতিবেশী তুরাব আলীর ছেলে আইয়ূব আলী,ফরিদ মিয়ার ছেলে সুমন,শাশুড়ী হনুফা বেগম ও শশুড় হেকিম মিয়া কাজে বাঁধা দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।এতে ছেলের বউ সেলিনা আক্তার বাদী হয়ে তাদের আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা করেন। বর্তমানে মামলা দুইটি আদালতের নির্দেশে নবীনগর থানা ও ব্রাহ্মণবাড়িয়া পিবিআই তে তদন্তাধিন রয়েছে। এবিষয়ে শশুড় সহ এলাকাবাসী এডভোকেট পরিচয় দেয়া রাসেলকে ইন্ধনদাতা হিসেবে বললেও ছেলের বউ তাকে নির্দোষ দাবি করেন।

  1. এবিষয়ে এডভোকেট পরিচয় দেয়া রাসেল প্রতিবেশী হিসেবে চাচিকে সহযোগিতা করার কথা স্বীকার করে তার বিরুদ্ধের সকল অভিযোগ অস্বীকার করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ