নবীনগর পৌরসভার বাজেট পেশকালে নবীনগরবাসীর সহযোগিতা চান মেয়র
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বাজেট পেশকালে নবীনগরের সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ সকলের সহযোগিতা চান পৌর মেয়র এড. শিবশংকর দাস। এ সময় মেয়র পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের একাশি কোটি ষোল লক্ষ পয়তাল্লিশ হাজার তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সার (৮১,১৬,৪৫,৩৯৪.৫০) বাজেট ঘোষণা করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭১,৮৭১,৩৬৭.১৫ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭৩৯,৭৭৪,০২৭.৩৫ টাকা এবং রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫,৫৯৬,০০০ টাকা ও উন্নয়ন খাতে মোট ব্যয় ৭৩৯,৭১০,০০০ টাকা। প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে মোট উদ্বৃত্ত ৬,২৭৫,৩৬৭.১৫ টাকা ও উন্নয়ন খাতে মোট উদ্বৃত্ত ৬৪০২৭.৩৫ টাকা।
সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান, পৌরসভার ইঞ্জিনিয়ার আরিফ সারোয়ার বাতেন, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দীন মনির।
এ সময় প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীসহ সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।