ফাইল ছবি
বাংলাদেশের হৃদয়ে চরণধূলি পড়েছে বঙ্গবন্ধুর
মাতৃমায়ের মুখের হাসি
ফুটেছে বিশ্ববাসী গভীরে উদাসী।
বাংলার আলো বাতাসে মুক্ত প্রাণের হাসি
তাইতো ভালোবাসি।
বাংলা চিনিতে জ্ঞানের আলো
ফুটলো শুভ সকালের সূর্যে।
বঙ্গবন্ধুর বাণীতে বাঙালি মুক্ত
প্রাণের বাতাস সুস্থ প্রাণ
বঙ্গবন্ধু লাখো লাখো সালাম
তোমারই প্রিয় বাংলাদেশ হবে
আলো ভরা উন্নতি,
বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয়ের দ্বার প্রান্তে
গৌরবে আনন্দে।
কাঙ্গালের সোনার বাংলার আশীর্বাদ।
বিন্দু পলাশ
শূন্য ঠিকানা, ভোলাচং,নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।