শিরোনাম :
নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন। পবিত্র মাহে রমজানে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উপহার সামগ্রী বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের “ঈদ উপহার”দিলেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। কৃষকদলের দাপটে সেলিমের ড্রেজার ব্যবসা:প্রতিবাদ করায় হামলা ও চাঁদা দাবি নবীনগরের লাউর ফতেহপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন। আশুলিয়ায় চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ কটিয়াদীর মন্ডলভোগে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরের সাহেবনগরে পুকুরের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বৈষম্য ও টেকসই উন্নয়ন (Inequality and sustainable development) আটোয়ারীতে চাঞ্চল্যকর ও ক্লুলেস নারী ধর্ষণসহ হত্যকান্ডের মূল আসামী গ্রেফতার:
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

বাড়ীর জমি সংক্রান্ত জেড়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ

প্রতিনিধির নাম / ৬৩২ বার
আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

  1. মোঃ খলিলুর রহমান খলিল
    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে বাড়ীর জমি সংক্রান্ত বিষয়ে জয় পরাজয়ের হিসাব নিকাশে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ নিয়ে লাপাং গ্রাম চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।লাপাং গ্রামের
    মনির হোসেন পিতা মৃত সিদ্দিকুর রহমান জোড় পূর্বক খোকন মিয়া গংদের বাড়ীতে জায়গা দাবি করে৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার পরামর্শ ক্রমে এডভোকেট হক সাহবের এর অফিসে কয়েকদফায় ২ পক্ষ সমাধানের জন্য সামাজিক ভাবে বসে সমাধানের চেষ্টা করে। আলমনগরের আমিন আনোয়ার হোসেন দ্বারাও জমি মাপা হয়।এতে মনির হোসেন গং জায়গা পাবার আশায় যে অভিযোগ করে এখন উল্টো জায়গা দিতে হয় খোকন মিয়া গংদের।
    গত ২০ অক্টোবর রোজ শুক্রবার জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। মনির হোসেনের ধারনা শুক্রবার যদি বসে জায়গার মীমাংসায় জায়গা দিতে হতে পারে বলে অভিযোগ করেন খোকন মিয়া এজন্য মনির হোসেন তার নাবালক মেয়েকে দিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে খোকন মিয়ার নামে অভিযোগ আনে। মীমাংসার আগের দিন ১৯ অক্টোবর বৃহস্পতি থানায় মামলা করে। মামলার এজাহারে বলা হয় মাহমুদা আক্তার কে নাসিমা ও কল্পনা উদ্ধার করে।কিন্তু ঐ মেয়ের জবানবন্দিতে বলা হয় খোকন মিয়ার বউ উদ্ধার করে। মনির হোসেন বিভিন্ন লোকের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করেন না হয় জায়গার দাবি ছাড়তে হবে তবেই তিনি মামলা তুলে দিবেন বলেন বলে অভিযোগ করেন খোকন মিয়া।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া বলেন, ২০ অক্টোবর এডভোকেট হক সাহেব এর অফিসে সালিশির মাধ্যমে আমরা জায়গা পাবো তাই এই ষড়যন্ত্র করা হয়৷এর পর ও আমার ভাই যদি অপরাধী হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমিও বিচার চাই।এ বিষয়ে খোকন মিয়া বলেন সমস্ত অভিযোগ মিথ্যা, বাড়ীর জমি বিরোধের জেড়ে আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।
    এ বিষয়ে জানতে শিশু নির্যাতন মামলার বাদী শাহেরা আক্তারের সাথে কথা বলতে মোবাইলে বার বার কল দিলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ