জন্মভূমি নবীনগরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামানের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান
মোঃখলিলুর রহমান খলিলঃআজ ৩রা অক্টোবর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংক্ষিপ্ত সফরে আসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান। তিনি আলমনগরে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগদানের পূর্বে আলমনগর উত্তর পাড়া মসজিদে জুম্মার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও গ্রামবাসীর সাথে কৌশল বিনিময় করেন।বিকেল বেলা ইব্রাহিমপুর ও ভাঙ্গরায় সংক্ষিপ্ত সফর শেষে ঢাকার উদ্দেশ্য গাড়ী যোগে যাত্রা করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহোদর ছোট ভাই বাংলাদেশ পুলিশের অন্যতম শ্রেষ্ঠ কর্মকর্তা ডিআইজি (ইন্টারনাল অ্যান্ড অ্যাফেয়ার্স) ও অতিরিক্ত দায়িত্বে প্রটেকশন অ্যান্ড প্রটোকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান।
শুক্রবার দুপুরে তিনি নবীনগর থানায় পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি থানা চত্বর ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তার ছোট ভাই বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জান।
জনসেবায় নিবেদিতপ্রাণ এই গর্বিত সন্তানকে কাছে পেয়ে নবীনগরের সাধারণ মানুষ ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত হন।