শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদে ১১৫টি নির্বাচনী প্রতীক, তালিকায় নেই শাপলা।আম, আনারস ও আপেলে নজর নেই এনসিপির উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে বজ্রপাতের আঘাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু। টেকনাফে হ্নীলা নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, আটক- ৬ কাইতলা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত জন্মভূমি নবীনগরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামানের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান জন্মভূমি নবীনগরে ডিআইজি মোঃ মনিরুজ্জামানের সংক্ষিপ্ত সফর শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক,নির্দোষ দাবি করে গ্রামবাসীর মানববন্ধন
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক,নির্দোষ দাবি করে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম / ১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
Oplus_131072

নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক,নির্দোষ দাবি করে গ্রামবাসীর মানববন্ধন

মোঃখলিলুর রহমান খলিলঃবৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পুলিশের দল অভিযান পরিচালনা করে শ্যামগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর ইরা কাজীর বাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় বন্দুকসহ মো. খান সাহেব (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবব সাহেবনগর ইরা কাজীর বাড়ির স্থায়ী বাসিন্দা। তার পিতা মো. শুক্কু মিয়া এবং মাতা মৃত আম্বিয়া বেগম।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আটককৃত খান সাহেব প্রায় সময় নদীপথে অস্ত্রের মহড়া দিত। কয়েকদিন আগে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নদীপথ দিয়ে যাওয়ার সময় তার দিকে লক্ষ্য করে গুলিও ছোড়ে সে। খান সাহেবের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা, বিস্ফোরক মামলা ও অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা চলমান আছে।

ওসি আরও বলেন, অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খান সাহেবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে আটক খান সাহেবকে নিঃশর্ত মুক্তি দিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাহেবনগর গ্রামের সচেতন জনগণের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে তার পরিবার ও গ্রামবাসী দাবি করেন খান সাবকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবর দিয়ে থানায় দেখা করতে বলে তিনি দেখা করতে গেলে তাকে আটক করেন ও খান সাবকে গতরাত তিনটায় সাথে নিয়ে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করেন ঘরে কোন অস্ত্র না পেলেও তার বাড়ীর মোরগীর খোয়ারের নিচ থেকে অস্ত্র খোঁজে পায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ