সেনবাগের কানকিরহাট কলেজে বড় পরিবর্তন : সভাপতি জয়নুল আবদিন ফারুক, বিদ্যোৎসাহী সদস্য কামরুজ্জামান
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে প্রশাসনিক রদবদল, নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী কানকিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত অফিসিয়াল চিঠিতে জানানো হয়, কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। একইসাথে বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনীত হয়েছেন মো: কামরুজ্জামান।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “উক্ত কলেজে গভর্নিং বডি গঠন ও বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনীত ব্যক্তিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তাদের দায়িত্ব পালনে সক্ষম।”
সেনবাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা মো: কামরুজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখছেন। কলেজের প্রশাসনিক ও শিক্ষাগত মান উন্নয়নে তার উদ্দীপনা ও দৃষ্টিভঙ্গি গভর্নিং বডির কার্যক্রমকে নতুন দিশা দেবে বলে আশা করা হচ্ছে।
এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা। তারা মনে করছেন, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীর নেতৃত্বে কানকিরহাট কলেজ নতুন দিগন্তে পৌঁছাবে। আমরা এই সাফল্যের জন্য কানকিরহাট কলেজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, এই নতুন মনোনয়ন কলেজের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ এবং সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার সূচনা করবে।
ইতোমধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।