শিক্ষা ও মানবসেবায় লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশন- জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসায় ২ লক্ষ টাকার অনুদান
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ উন্নয়নে অব্যাহত থাকবে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর মানবিক সহায়তা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর পূর্বঘোষণা অনুযায়ী সেনবাগের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মির্জা সোলাইমান, আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব, মেহরাব হোসেন সহ ফাউন্ডেশনের সক্রিয় সদস্যবৃন্দ। এছাড়া মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুদান গ্রহণকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সেনবাগের ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
লায়ন সৈয়দ হারুন এমজেএফ সবসময় মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ সমূহের উন্নয়নে মানবিক ও গঠনমূলক সহায়তার হাত বাড়িয়ে আসছেন। আগামী দিনেও সমাজ উন্নয়নের পথে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ আলোকিত কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে।