মোঃ খলিলুর রহমান খলিলঃআজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ প্রাঙ্গণে হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহনে জুই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জুই হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুই ভদ্র স্বভাবের ও মেধাবী ছাত্রী ছিল যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, আমরা তার সর্বোচ্চ বিচার চাই।
উল্লেখ্য, গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানার নিচে থেকে ভেসে ওঠে জুই আক্তারের মরদেহ। মৃত ফারজানা আক্তার জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।