শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদে ১১৫টি নির্বাচনী প্রতীক, তালিকায় নেই শাপলা।আম, আনারস ও আপেলে নজর নেই এনসিপির উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে বজ্রপাতের আঘাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু। টেকনাফে হ্নীলা নিখোঁজ শিশু কন্যার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, আটক- ৬ কাইতলা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত জন্মভূমি নবীনগরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামানের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান জন্মভূমি নবীনগরে ডিআইজি মোঃ মনিরুজ্জামানের সংক্ষিপ্ত সফর শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক,নির্দোষ দাবি করে গ্রামবাসীর মানববন্ধন
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে নতুন গাড়ি ও বেঞ্চ উদ্বোধন

প্রতিনিধির নাম / ১৪৭ বার
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে নতুন গাড়ি ও বেঞ্চ উদ্বোধন

‎“উন্নয়ন অভিযাত্রা ২০২৫” – শিক্ষার মানোন্নয়নে নতুন মাইলফলক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর বাতাকান্দি অঞ্চলে অবস্থিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে শিক্ষার পরিবেশ উন্নয়নে এক বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে।

‎রোববার ( ২১ সেপ্টেম্বর ) সকাল ১০টায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় “উন্নয়ন অভিযাত্রা ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে নতুন গাড়ি ও নতুন বেঞ্চ উদ্বোধন অনুষ্ঠান।

‎অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর জামাতা স্মৃতি স্মরণ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবদুল জব্বার, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবুল খায়ের, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব।

‎অত্র একাডেমীর সিইও মোঃ আবদুস ছাত্তার বিএসসি, এমএড এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, একাডেমীর সহকারী শিক্ষক মো: সৌরভ হোসেন।

‎অতিথিরা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশগড়ার নায়ক। তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”

‎তাঁরা আরো বলেন, “শিক্ষা উন্নয়নে অবকাঠামোগত সহায়তা শুধু নয়, বরং আধুনিক মানসিকতার বিকাশে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরী।”

‎আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ একাডেমীর শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক আহবায়ক জাবের আহমদ, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জীবিত করেন। অনুষ্ঠানের শেষান্তে যোগ দেন সৈয়দ হারুন এর সহধর্মিণী সৈয়দা সাজেদা আক্তার শেলী।

‎অনুষ্ঠানে স্লোগান ওঠে, “শিক্ষা হোক সমৃদ্ধির পথ, উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যাক দেশ।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ