চৌধুরী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ঢাকা নবাবগঞ্জ তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি পদপ্রার্থী এ্যাড. রফিক সিকদার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টি. এম. আহমেদ হুসেইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম খন্দকার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ায় অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ সড়ক সংলগ্ন ইছামতি নদীর মনোরম পাড়ে গড়ে উঠেছে।