শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ ময়নাল হোসেন চৌধুরী ও মোঃ ইব্রাহিম খলিল সাংবাদি শাওনের পিতার মৃত্যুতে রূপসা উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ হাজারীখিল দেওয়ানজীপাড়ায় শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন যেন নিয়ম হয়ে গেছে পতিত সরকারের ঘনিষ্ঠজন হারুনের ফুড ল্যান্ড বেকারির। কোম্পানীগঞ্জে বসুরহাট দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ল্যান্স কর্পোরাল আবুল কালাম আর নেই। রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বসুরহাট দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম / ৩৬ বার
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

54

কোম্পানীগঞ্জে বসুরহাট দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট বাজার শাখার সাধারণ সম্পাদক খাজা গিয়াস উদ্দিন মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানটি এককভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার সকালে বসুরহাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের নভেম্বর মাসে ৯ জন অংশীদারের যৌথ উদ্যোগে দারুননাজাত মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু চুক্তি অনুযায়ী শেয়ারমূল্যের অর্থ পরিশোধ না করেও খাজা গিয়াস উদ্দিন মাহমুদ গোপনে মাদ্রাসার ট্রেড লাইসেন্স নিজের নামে করে নেন এবং মাদ্রাসার তহবিল থেকে এক লাখ পাঁচ হাজার টাকা অন্য এক ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত অমান্য করে নিজেকে চেয়ারম্যান দাবি করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। এ নিয়ে বিরোধের এক পর্যায়ে সহকারী শিক্ষক নুর নবীকে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৬ জানুয়ারি সকালে খাজা গিয়াস উদ্দিন মাহমুদ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে প্রতিষ্ঠাতা পরিচালকসহ তিনজনকে মারধর করে জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেন। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

ঘটনার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়; বরং একটি শিক্ষা প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন দারুননাজাত মাদ্রাসার এমডি ওয়াহিদ হোসেন রকি, পরিচালক নুর নবী, পরিচালক ওবায়দুল্লাহ হাসান, শিক্ষক কো-অর্ডিনেটর আবিদুর রহমান, অভিভাবক মিজানুর রহমান, সুমাইয়া আক্তার ও শারমিন আক্তার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ