শিক্ষক নেতা আবু কাউছারের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।
মোঃখলিলুর রহমান খলিলঃনবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর সাতঘর হাটি গ্রামের বয়োজ্যেষ্ঠ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু কাউছার এর পিতা মো. জারু মিয়া (৮০) বার্ধ্যক্যজনিত কারনে ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১১:৪৫ মিনিট নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ….,রাজিঊন) । মৃত্যকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অবঃপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম, নবীনগর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মনছুর আহমেদ, ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সভাপতি ডা. মোকলেছুর রহমান, বাইশ মৌজা যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নবীনগর উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি এম. এ মাসুদ, সাবেক সভাপতি মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃখলিলুর রহমান খলিল প্রমুখ।