হাজারীখিল দেওয়ানজীপাড়ায় শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত
মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):
ফটিকছড়ি উপজেলার হাজারীখিল দেওয়ানজীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
হাজারীখিল-দেওয়ানজীপাড়া সর্বজনীন হরি ও গীতা মন্দির প্রাঙ্গণে হরি ও গীতা মন্দির উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মহোৎসব গত ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যা ৫টায় গীতা পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুভ অধিবাস এবং রাত ৮টায় মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়।
সোমবার ভোরে শঙ্খধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় শ্রী শ্রী চণ্ডীপাঠ, দুপুর ১২টায় ভোগ নিবেদন, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টায় আরতি ও কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
ধর্মীয় আচার ও অতিথি
অনুষ্ঠানের সামগ্রিক ধর্মীয় আচার পরিচালনা করেন স্বনামধন্য ধর্মগুরুগণ। গীতা পাঠে অংশ নেন টিভি ও বেতার শিল্পীসহ বিশিষ্ট পাঠকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সন্ন্যাসী, মহারাজ, ধর্মপ্রাণ ভক্ত ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উন্নয়ন কাজে সহযোগিতার আহ্বান
আয়োজক কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি বিনীত আহ্বান জানানো হয়—মন্দিরের চলমান উন্নয়ন ও নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা ও অনুদান প্রদানের জন্য। ভক্তি অর্ঘ্য ও প্রণামীর জন্য বিকাশ নম্বর ০১৮৬৪৭৮৭৩৮৬ পাঠানোর অনুরোধ জানানো হয়।
আয়োজকদের বক্তব্য
আয়োজক কমিটির সভাপতি তপন দে, সাধারণ সম্পাদক বিপ্লব দে (লাতু), সহ-সাধারণ সম্পাদক ইমন দে, অর্থ সম্পাদক লিটন দে, যুগ্ম সাধারণ সম্পাদক জনি দে, এবং সদস্য শিকু উরাং, বিজন দে, হারু দে, শিমুল দে, চন্দন দে, রাজিব দে, শিপন দে, কাকন দে, শুভ দে, সঞ্জয় দে, নয়ন দে, রনি দে, পলাশ দে, সমর দে, বাপ্পু দে, সুজন মুন্ডা, গণেশ দেসহ অন্যান্য সদস্যবৃন্দ সকল ধর্মপ্রাণ ভক্ত, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।