ল্যান্স কর্পোরাল আবুল কালাম আর নেই।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
বোদা ঝিনুক নগর নিবাসী সাবেক সেনা ল্যান্স কর্পোরাল বোদা সেনা কল্যাণ সমিতির অন্যতম সদস্য মোঃ আবুল কালাম আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।আজ সকাল দশটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বোদা সেনা কল্যাণ সমিতির সভাপতি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ সহ বোদা উপজেলার সকল সেনা সদস্যবৃন্দ। উনার মৃত্যুতে বোদা এলাকায় শোকের ছায়া নেমে আসে।সেনা সদস্যরা জানান আবুল কালাম একজন অত্যন্ত ভদ্র নম্র এবং সৎ প্রকৃতির মানুষ ছিলেন।মরহুমের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মরমের প্রথম জানাজা বোদা মডেল স্কুলে অনুষ্ঠিত হয় জানাযার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ইনশাল্লাহ।