শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ ময়নাল হোসেন চৌধুরী ও মোঃ ইব্রাহিম খলিল সাংবাদি শাওনের পিতার মৃত্যুতে রূপসা উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ হাজারীখিল দেওয়ানজীপাড়ায় শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন যেন নিয়ম হয়ে গেছে পতিত সরকারের ঘনিষ্ঠজন হারুনের ফুড ল্যান্ড বেকারির। কোম্পানীগঞ্জে বসুরহাট দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ল্যান্স কর্পোরাল আবুল কালাম আর নেই। রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২১ বার
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

29

রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান(চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলায় তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন পরিষদ উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগম্ভীর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমৎ পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ প্রতিষ্ঠিত তপোবন আশ্রম, রাউজানের ব্যবস্থাপনায় রাউজান পৌরসভার সুলতানপুর এলাকায় শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দির সংলগ্ন প্রাঙ্গণে এ মহাযজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ নর-নারী ভক্ত, শিষ্য ও সাধুসন্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
দুইদিনব্যাপী অনুষ্ঠানমালায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গুরুপূজা, বিশ্বমঙ্গল প্রার্থনা, হোমগীতাযজ্ঞের শুভ অধিবাস, মাতৃদেবীর ঘটস্থাপন, শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের শুভারম্ভ, দীক্ষাদান, অন্নপ্রসাদ ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতি লাল দাশ। হোমগীতা যজ্ঞ পরিচালনা করেন শ্রীমৎ রবীন্দ্র ব্রহ্মচারী। গীতাপাঠ পরিচালনা করেন বেতার ও টেলিভিশন শিল্পী অঞ্জন কুমার দাশ। গীতাপাঠ পরিবেশন করেন কৃষাণ দাশ ও গণেশ দাশ।
এতে আরও উপস্থিত ছিলেন তপোবন আশ্রম রাউজান উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশ, সাধারণ সম্পাদক শিবু ধর, অর্থ সম্পাদক প্রদীপ ধর, নির্বাহী সদস্য নিতাই ধর, মৃদুল দে, রতন কর্মকারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি তপোবন আশ্রমের বিভিন্ন শাখার ভক্তবৃন্দ ও সাধু-সন্ন্যাসীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা মানবজীবনের প্রকৃত পথনির্দেশক গ্রন্থ। গীতার শিক্ষা মানুষের নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গীতার আদর্শ অনুশীলন অত্যন্ত প্রয়োজন।
গীতাহোমযজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের আদর্শ ও দর্শন অনুসরণ করে প্রতি বছর নিয়মিতভাবে এই গীতাহোমযজ্ঞ আয়োজন করা হয়ে আসছে।
শেষপর্যায়ে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও ভক্তসমাবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ