জাতীয় শোক দিবসে বই বিতরণ উৎসব-নিষেধাজ্ঞা মানা হয়নি সেনবাগে
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে জাতীয় শোক দিবস পালনকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাঁকজমকভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে নোয়াখালীর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা জানান।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, ইউপিইটিসি অফিসার ফখরুল কবীর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার। এছাড়াও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকগণ অনুষ্ঠানে অংশ নেন।
তবে জাতীয় শোক দিবস পালনকালে সরকারি সকল প্রকার আনন্দ-উৎসব ও জাঁকজমকপূর্ণ আয়োজন নিষিদ্ধ থাকার পরও এ ধরনের উৎসব আয়োজন নিয়ে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, রাষ্ট্রীয় শোক দিবসের মর্যাদা রক্ষায় প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।