“আলমনগর” ঐক্য ফোরাম কমিটি ঘোষণা
সভাপতি শান্তি -সম্পাদক শরীফ- সাংগঠনিক খলিল
মোঃখলিলুর রহমান খলিলঃ১১অক্টোবর শনিবার আলমনগর ঐক্য ফোরাম নামে একটি সংগঠনের আত্মা প্রকাশ হয়েছে। সভাপতি লিল মিয়া সর্দারের সভাপতিত্বে
ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সফিকুল ইসলাম, কামাল উদ্দীন, হাবিবুর রহমান, কবির হোসেন,গোলাম মাহমুদ, নজরুল ইসলাম, ওহিদুল্লা মাষ্টার প্রমূখ।গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন কমিটি ঘোষণা করেন।
আলমনগর ঐক্য ফোরামের সভাপতি পদে জনাব মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারন সম্পাদক পদে জনাব মোঃ শরিফুল ইসলাম , সহসভাপতি পদে মনোয়ার হোসেন, নূর আলম, হাফেজ বোরহান উদ্দীন, নূরুল আমিন, জামাল হোসেন।যুগ্ম সম্পাদক পদে ওমর ফারুক, হাবিবুর রহমান রুবেল, আকছিরুল আজিম, সাংগঠক সম্পদক পদে খলিলুর রহমান, মহসিন, আনোয়ার হোসেন।শিক্ষা সম্পাদক পদে গোলাম কিবরিয়া মাষ্টার ,সহ শিক্ষা সম্পাদক দ্বীন ইসলাম মাষ্টার, নবী হোসেন মাষ্টার।অর্থ সম্পাদক পদে জসীম উদ্দীন, ক্রিয়া সম্পাদক সাংবাদিক আনোয়ার হেসেন সহ ক্রিয়া সম্পাদক পাপ্পু, সুমন।তথ্য সম্পাদক পদে প্রফেসর জাহিদুল ইসলাম জিকু,সহ তথ্য সম্পাদক পদে তিলক আহমেদ মাষ্টার,।দপ্তর সম্পাদক পদে নাছির উদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব আলম , প্রবাসী কল্যান সম্পাদক খায়রুল আমিন, সহ প্রবাসী সম্পাদক শান্ত ও ৩৭ জন সদস্য সহ কিছু সম্পাদকীয় পদ ও সদস্য পদ অপূর্ণ রেখে কমিটি ঘোষণা করা হয়। গ্রাম কমিটির উপস্থিত সবাই ফোরামের সকলকে আন্তরিক অভিনন্দন।