কাইতলা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আনিস মুন্সী, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি প্রার্থী এডভোকেট আব্দুল বাতেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশে ন্যায়, আদর্শ ও মানবতার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠার জন্য ইসলামি আন্দোলনের বিকল্প নেই। জনগণের প্রকৃত স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা নাজমুল আলম আরিফ।
তিনি বলেন, “আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্বের বিকাশই জামায়াতে ইসলামী’র লক্ষ্য। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোখলেসুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা; জনাব মিসবাহ উদ্দিন নাইম; জনাব খোরশেদুল ইসলাম খোকন; জনাব সৈয়দ হোসেন; জনাব সৈয়দ মাহফুজুর রহমান; জনাব গোলাম কিবরিয়া; জনাব জয়নাল আবেদীন; জনাব হাফেজ মাওলানা শামসুল হক; জনাব হাজী সগীর আহমেদ; জনাব আব্দুল কুদ্দুস; জনাব আব্দুল হাকিম মিশকাত এবং জনাব আহসানুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাইতলা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মো. আসাদুল্লাহ।
বক্তারা বলেন, “দেশে ইসলামবিরোধী অপসংস্কৃতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত কর্মী, সমর্থক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শেষে দেশের অগ্রগতি, উম্মাহর ঐক্য এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।