সেনবাগে মেধার সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
সেনবাগে এসএসসি-দাখিল-ভোকেশনাল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সেরা দুইজন পেলেন ‘গোল্ড মেডেল’
শনিবার ( ২৭ সেপ্টেম্বর ) সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে ২০২৫ সালে সেনবাগ উপজেলায় অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সংবর্ধনা প্রদান এবং সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে “গোল্ড মেডেল’ প্রদান অনুষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশনের আয়োজনে ও সেনবাগ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি,রাজনৈতিক ব্যক্তিত্ব, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর প্রতিষ্ঠাতা,সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ।
অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য নুর- আলম সিদ্দিকী ও নেছার উদ্দিন।
শিক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও মোঃ আবদুস ছাত্তার বিএসসি এমএড। বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার। সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান প্রমুখ।
এসময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক,আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অতিথিগণ বক্তব্যে বলেন, এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা কেবল শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আরও মনোযোগী ও অধ্যবসায়ী হতে উৎসাহিত করে।
সভাপতির বক্তব্যে সৈয়দ হারুন এমজেএফ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা চাই, সেনবাগের প্রতিটি শিক্ষার্থী নিজেদের মেধা ও সৎ পথে এগিয়ে নিয়ে যাক, যাতে তারা দেশ ও জাতির সম্পদ হয়ে উঠতে পারে এবং তারাও যেন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারে। ”
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণসহ কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে।